দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চীনে স্মরণকালের ভয়াবহতম বিস্ফোরণের ঘটনার ৩০ ঘণ্টা পর এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করেছে উদ্ধারকারী দল। শুক্রবার সকালে ১৯ বছর বয়সী দমকলকর্মী ঝাউতিকে উদ্ধার করা হয়।
চীনে স্মরণকালের ভয়াবহতম বিস্ফোরণের ঘটনার ৩০ ঘণ্টা পর এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করেছে উদ্ধারকারী দল। গতকাল শুক্রবার সকালে ১৯ বছর বয়সী দমকলকর্মী ঝাউতিকে উদ্ধার করা হয়।
চীনে স্মরণকালের ভয়াবহতম রাসায়নিক বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ জনে। অপরদিকে হাজার হাজার অধিবাসী তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজ করছেন। উদ্ধারকৃত দমকলকর্মী ঝাউতিকে তিয়ানজিনের তেদা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।
তিয়ানজিনের অগ্নিনির্বাপণ দলের প্রধান জানান, বিধ্বস্ত এলাকা হতে এখনও কালো ধোঁয়া উড়ছে। ১২ শতাধিক দমকলকর্মী এখনও আগুন নেভানোর কাজ করছেন।
মৃতদেহ বাড়ার সঙ্গে সঙ্গে বাস্তুহীন অধিবাসীরা সরকারি তাঁবু অথবা আত্মীয়স্বজনের বাসা-বাড়িতে আশ্রয় নিচ্ছেন। বৃহস্পতিবারে প্রায় ৬ হাজার অধিবাসী আশ্রয়শিবিরে আশ্রয় নিয়েছেন।
উল্লেখ্য, চীনে গত বুধবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে বিকট শব্দে পর পর দুটি বিস্ফোরণ ঘটে। রাসায়নিক দাহ্য পদার্থ থাকায় ওই বিস্ফোরণে ব্যাপক ক্ষয়-ক্ষতি সাধিত হয়।
দেখুন বিস্ফোরণের ভিডিও
https://www.youtube.com/watch?v=DDgZ5RkivEg&feature=youtu.be