The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

ময়নাতদন্তের সময় নড়ে উঠলো এক ব্যক্তি!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হাসপাতাল মর্গে অনেকগুলো মৃতদেহ পড়ে রয়েছে। চিকিৎসক এলেন লাশের কাটা-ছেড়া করতে। কিন্তু থমকে গেলেন। কারণ ময়নাতদন্তের সময় নড়ে উঠলো এক ব্যক্তি!

During the autopsy

মৃত ঘোষণা করা লাশগুলো হাসপাতাল মর্গে রাখা হয়েছিল। চিকিৎসকরা অন্যদিনের মতোই একের পর এক ময়নাতদন্ত করছেন। অর্থাৎ লাশের কাটা-ছেড়া যাকে বলে। কিন্তু একটি লাশ কাটতে গিয়েই ঘটলো বিপত্তি। কারণ লাশটি নড়ে উঠলো। অর্থাৎ ওই ব্যক্তি মরেননি। এখনও বেঁচে আছেন! টানা কয়েক ঘণ্টা সেখানেই পড়ে ছিল এই ‘মৃত’দেহটি।

এমন একটি ঘটনা ঘটেছে ভারতের ঝাড়খন্ডে। রাজ্যের বাঁশবেড়িয়ার গ্যাঞ্জেস জুটমিলের কর্মী প্রকাশ রেড্ডি। গত রবিবার তিনি গিয়েছিলেন দেওঘরের বৈদ্যনাথ ধামে। সোমবার মন্দিরে ঢোকার লাইনে দাঁড়িয়ে থাকার সময় হুড়োহুড়ির কারণে অন্যদের সঙ্গে পদপিষ্ট হন তিনি। সংজ্ঞাহীন অবস্থায় প্রকাশ রেড্ডিও পড়েছিলেন মৃতদেহের সঙ্গেই। মৃত ভেবে প্রকাশকেও পাঠিয়ে দেওয়া হয় হাসপাতালের মর্গে।

ময়নাতদন্তের সময় বেঁচে থাকার বিষয়ে বুঝতে পারার পর স্বাস্থ্যকর্মকর্তারা। বিষয়টি নিশ্চিত হতেই ডেকে পাঠানো হয় চিকিৎসকদের। তারাও জানান প্রকাশ বেঁচে রয়েছেন। প্রয়োজনীয় পরীক্ষা শেষে চিকিৎসকরা তাকে পাঠিয়ে দেন হাসপাতালের জেনারেল ওয়ার্ডে। এখনও তিনি চিকিৎসাধীন রয়েছেন।

Loading...