দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যতো সাবধানে আপনি থাকেন না কেনো যে কোনো সময় বৈদ্যুতিক শক খেতে পারেন। বৈদ্যুতিক শক খেলে প্রাথমিক করণীয় জেনে নিন।
যতো সাবধানে আপনি থাকেন না কেনো যে কোনো সময় বৈদ্যুতিক শক খেতে পারেন। বৈদ্যুতিক শক খেলে প্রাথমিক করণীয় জেনে নিন। বৈদ্যুতিক শক খাওয়া আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার সময় কয়েকটিটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে। প্রথমত ওইব্যক্তি কী কারণে আহত হয়েছে, কতটুকু প্রাথমিক চিকিৎসা তার প্রয়োজন ও তাকে দ্রুত নিরাপদ স্থানে নেওয়া।
বৈদ্যুতিক শক কিভাবে লাগে। বিদ্যুৎ প্রবাহ রয়েছে এমন কোনো খোলা তারের সংস্পর্শে এলে যে কোন ব্যক্তির দেহে বিদুৎতায়ন হয়ে অনেক আঘাতপ্রাপ্ত হয়ে থাকেন। একেই বলে শক খাওয়া। যে কারণে সেই ব্যক্তি আহত কিংবা বড় কোনো বৈদ্যুতিক শক খেলে তার মৃত্যুও হতে পারে। এরকম ঘটনা আমরা মাঝে মধ্যেই দেখি। এ ঘটনাগুলো সংঘটিত হওয়ার প্রধান কারণ অবহেলা অথবা অসাবধানতা।
এ ধরনের ঘটনা ঘটলে করণীয়:
এমন বৈদ্যুতিক শকের ঘটনা যদি হঠাৎ ঘটে যায় তাহলে এ সময় ঘাবড়ে না গিয়ে মাথা ঠাণ্ডা রাখতে হবে। এ সময় উপস্থিত বুদ্ধি দিয়ে সেই দুর্ঘটনাকবলিত ব্যক্তিকে আপনি রক্ষা করতে পারেন।
# বিদ্যুতায়িত ব্যক্তিকে রক্ষা করার জন্য প্রথমেই আপনাকে মেইন সুইচটি অফ করতে হবে।
# মেইন সুইচ পাওয়া না গেলে শুকনো লাঠি বা বাঁশ জাতীয় কোনো কিছু দিয়ে ধাক্কা দিয়ে ওই ব্যক্তিকে তার থেকে বিচ্ছিন্ন করুন।
# আপনার আশেপাশে কোনা রাবারের গ্লাস বা জুতা থাকলে তা পরে ধাক্কা দিয়ে দুর্ঘটনাকরলিব্য ব্যক্তিকে তার তেকে বিচ্ছিন্ন করুন।
# কোনো অবস্থাতেই কখনও খালি হাতে বিদুৎতায়িত ব্যক্তিকে স্পর্শ করবেন না। যদি করেন তাহলে আপনার দেহ ও বিদ্যুতায়িত হয়ে যাবে। অর্থাৎ আপনিও আক্রান্ত হবেন।
বিদ্যুতায়িত ব্যক্তিকে লাঠিদ্বারা ফেলে দেওয়ার পর নিচের ফাষ্ট এইড বা প্রাথমিক চিকিৎসাগুলো দিতে হবে:
# বিদ্যুতায়িত ব্যক্তির শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক না হওয়া পর্যন্ত কৃত্রিম শ্বাস প্রশ্বাস প্রত্রিয়া চালু রাখুন।
# গলা, বুক এবং কোমরের কাপড় আলগা করে দেওয়া উচিত।
# যেখানে পুড়ে গেছে, তাতে জরুরি চিকিৎসা দিতে হবে।
# স্বাভাবিক আঘাতের চিকিৎসা চালাতে হবে।
# যতো দ্রুত সম্ভব চিকিৎসকের কাছে অথবা হাসপাতালে নিতে হবে।
রোগির বিদ্যুতায়িত হওয়ার পরিমাণের ওপর নির্ভর করে সিদ্ধান্ত নিতে হবে। অবস্থা বেশি খারাপ হলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার সঙ্গে সঙ্গেই হাসপাতালে নিতে হবে। এভাবে বৈদ্যুতিক শক খাওয়া ব্যক্তিকে সুস্থ্ করে তোলা সম্ভব।