দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দাম বাড়লো গ্যাস ও বিদ্যুতের। এক চুলা ৬০০ টাকা ও দুই চুলা ৬৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ দাম বাড়ানোর এই ঘোষণা দেওয়া হয়।
দাম বাড়লো গ্যাস ও বিদ্যুতের। এক চুলা ৬০০ টাকা ও দুই চুলা ৬৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ দাম বাড়ানোর এই ঘোষণা দেওয়া হয়। আজ বৃহস্পতিবার বিকাল ৪টায় রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনে এক সংবাদ সম্মেলনে গ্যাস এবং বিদ্যুতের দাম বাড়ানোর এই ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
সংবাদ সম্মেলনে বলা হয়, গ্রাহকপর্যায়ে গ্যাসের দাম ২৬ দশমিক ২৯ শতাংশ ও বিদ্যুতের দাম ২ দশমিক ৯৩ শতাংশ বাড়ানো হয়েছে।
এতে করে ১ সেপ্টেম্বর থেকে এক চুলা ব্যবহারকারীদের ৬০০ টাকা এবং দুই চুলা ব্যবহারকারীদের ৬৫০ টাকা পরিশোধ করতে হবে। বর্তমানে এক চুলা ব্যবহারকারীদের ৪০০ টাকা এবং দুই চুলা ব্যবহারকারীদের ৪৫০ টাকা পরিশোধ করতে হচ্ছে।
বিদ্যুতের দামের ক্ষেত্রে সেচ ও ৫০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীদের ক্ষেত্রে বাড়তি মূল্য দিতে হবে না। আগামী ১ সেপ্টেম্বর হতে গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর হবে বলে সংবাদ সম্মেলনে বলা হয়েছে।