দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ৪ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘জালালের গল্প’। চলচ্চিত্রটি মুক্তির আগেই অর্জন করেছে পর্তুগালে অনুষ্ঠিত ১৯তম আভাঙ্কা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ ছবির পুরস্কার।
৪ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘জালালের গল্প’। চলচ্চিত্রটি মুক্তির আগেই অর্জন করেছে পর্তুগালে অনুষ্ঠিত ১৯তম আভাঙ্কা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ ছবির পুরস্কার। ইমপ্রেস টেলিফিল্মের বহুল আলোচিত এবং প্রশংসিত চলচ্চিত্র হলো ‘জালালের গল্প’। বহু প্রতীক্ষিত ছবিটির অবশেষে মুক্তির দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে। চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে আগামী ৪ সেপ্টেম্বর। চলচ্চিত্রটি একই সঙ্গে মুক্তি পাবে যমুনা ব্লকবাস্টার সিনেমাস, বসুন্ধরা সিটি স্টার সিনেপেক্স, বলাকা সিনেওয়ার্ল্ড, মধুমিতা, শ্যামলী সিনেপেক্সসহ দেশের ২৫টি প্রেক্ষাগৃহে।
ছবিটির কাহিনী, চিত্রনাট্য এবং পরিচালনা করেছেন তরুণ নির্মাতা আবু শাহেদ ইমন। ‘জালালের গল্প’ তার প্রথম চলচ্চিত্র। ছবিটির মুক্তি উপলক্ষে যমুনা বকবাস্টার সিনেমাস-এ, ৩০ আগস্ট প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়েছে।
‘জালালের গল্প’ চলচ্চিত্রের অভিনয় করেছেন মোশাররফ করিম, মৌসুমী হামিদ, তৌকীর আহমেদ, শর্মীলা, নূরে আলম নয়ন, ফজলুল হক, মিতালি দাশ, আহমেদ গিয়াস প্রমুখ। ‘জালালের গল্প’ চলচ্চিত্রের মূল ভূমিকায় অভিনয় করেছেন নবাগত মোহাম্মদ ইমন ও আরাফাত রহমান।