The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

কোলকাতার দেবশ্রীর সঙ্গে এই প্রথম জুটি বাধছেন ইলিয়াস কাঞ্চন!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোলকাতার দেবশ্রীর সঙ্গে এই প্রথম জুটি বাধছেন বাংলাদেশের এক সময়ের খ্যাতিমান অভিনেতা ইলিয়াস কাঞ্চন।

Debashree-Elias Kanchan

দুই বাংলার দুই জনপ্রিয় অভিনয় শিল্পী এবার এক হতে যাচ্ছেন। কোলকাতার দেবশ্রীর সঙ্গে এই প্রথম জুটি বাধছেন বাংলাদেশের এক সময়ের খ্যাতিমান অভিনেতা ইলিয়াস কাঞ্চন।

সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বহুল আলোচিত কবিতা ‘হঠাৎ দেখা’ অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে বাংলাদেশের খ্যাতিমান নির্মাতা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম লি. এবং কোলকাতার রেশমী পিকচার্সের যৌথ প্রযোজনায় অন্যরকম এক প্রেমের ছবি।

জানা গেছে, যৌথ প্রযোজনার এই ছবিটি পরিচালনা করবেন ঢাকার শাহাদাৎ হেসেন বিদ্যুৎ এবং কোলকাতার রেশমী মিত্র। এ মাসেই শুরু হবে ছবিটির শুটিং। আগামী ২৫ বৈশাখ বিশ্বকবির জন্মজয়ন্তিতে দুই বাংলায় একসঙ্গে মুক্তি দেওয়ার লক্ষ্য নিয়ে ‘হঠাৎ দেখা’ নির্মাণ হবে বলে ইমপ্রেস টেলিফিল্ম লি.-এর সূত্রে নিশ্চিত করা হয়েছে। তবে ছবির অন্যান্য কলা-কুশলী সম্পর্কে এখন কিছু জানানো হয়নি।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...