দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জাদুর পোশাক আমরা দেখেছি। যে পোশাক পরেই অদৃশ্য হয়ে যায় একজন জাদুকর। কিন্তু এবার বাস্তবেও নাকি এমন ঘটনা ঘটবে। পোশাকই নাকি অদৃশ্য করে দেবে বস্তুকে!
জাদুকরের ওইসব পোশাক এবার বাস্তবে নিয়ে আসতে যাচ্ছেন বিজ্ঞানীরা। নতুন এক গবেষণার ফলাফল এমন আভাস দিচ্ছে যে, বাস্তবে সত্যিই এমন পোশাকের সন্ধান পাওয়ার সময়টা হয়তো খুব বেশি দূরে নেই। বাস্তবে এটি ঘটতে পারে।
শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনের উদ্বৃতি দিয়ে সংবাদ মাধ্যমের খবরে জানানো হয়, গত বৃহস্পতিবার বিজ্ঞানীরা দাবি করে বলেছেন, ‘তাঁরা সফলভাবে অতি পাতলা একধরনের আলখাল্লা উদ্ভাবন করেছেন, যেটি অণুবীক্ষণিক আয়তাকার সোনার ব্লক দিয়ে তৈরি।’ বিজ্ঞানীরা দাবি করে বলেছেন, এটা অনেকটা ত্বকের মতোই। এই আলখাল্লা কোনো বস্তুর ওপর রাখলে সেটা আর দৃশ্যমান রইবে না। যে কোনো ধরনের আলোতে ৮০ ন্যানোমিটার পুরুত্বের এই পোশাকটির অস্তিত্ব শনাক্ত করতে পারবে না- এমনটি দাবি করেছেন বিজ্ঞানীরা।
গবেষকরা বলেছেন, অদৃশ্য হওয়ার পোশাকটি পরীক্ষামূলকভাবে তৈরি করা হয়েছে। পরবর্তী সময়ে এই পোশাক দিয়ে বড় জিনিসও অদৃশ্য করে রাখা সম্ভবপর হবে। আর তখন এই পোশাকটি সামরিকক্ষেত্রসহ নানা কাজে ব্যবহার করা যাবে।