দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সৌদি আরবের মিনায় প্রস্তুত প্রায় ৭৫ হাজার কবর। মৃত হাজি ও অন্যান্যদের সমাহিত করতে মিনায় ৬টি কবরস্থানে এই দাফনের ব্যবস্থা করা হয়েছে।
সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, মালা কবরস্থানে ৩০ হাজার কবর প্রস্তুত রয়েছে। দু’হাজার কবর প্রস্তুত রাখা হয়েছে আল-আদেল নামে অপর এক কবরস্থানে। ২২ হাজার ও ২০ হাজার কবর রয়েছে যথাক্রমে আল-সারিয়া এবং আল-হারাম কবরস্থানে।
খবরে জানা যায়, হজ করতে আসা হাজিদের মৃতদেহ গোসলসহ অন্যান্য ধর্মীয় অনুশাসন শেষে তাদের পরিবারের হাতে তুলে দেওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে। তবে যদি পরিবার চায় তাহলে ওইসব হাজিদের দেহ মক্কায় দাফন করা হবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, হজের আনুষ্ঠানিকতার মধ্যে মিনায় ‘শয়তানের স্তম্ভে’ পাথর ছুঁড়তে যাওয়ার পথে পুলনের ঘটনায় পদদলিত হয়ে ৭ শতাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে। এরমধ্যে ২২ বাংলাদেশী হাজিও রয়েছেন। আহত হয়েছেন অন্তত এক হাজার হাজি।