দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। আজ সোমবার, ৫ অক্টোবর ২০১৫ খৃস্টাব্দ, ২০ আশ্বিন ১৪২২ বঙ্গাব্দ, ২০ জিলহজ ১৪৩৬ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
যে ছবিটি দেখছেন এটি হলো মৌটুসী পাখির ছবি। অনেকটা চড়ুই পাখির মতো দেখতে। ছোট এই পাখি দেখতে বড়ই চমৎকার।
মৌটুসী পাখি বাংলাদেশের ছোট পাখিগুলোর মধ্যে অন্যতম। আমাদের দেশে ১১ ধরনের মৌটুসি পাখি দেখা যায়। এই পাখির ইংরেজি নাম, sunbird এর বৈজ্ঞানিক নাম Aethopyga siparaja.
আকার ও আকৃতিতে খুবই ছোট এই পাখিটি। সাধারণতভাবে এরা ফুলের মধু খেয়ে জীবন ধারণ করে। স্ত্রী মৌটুসী পাখির গায়ের রঙ একটু ফ্যাকাসে হয়। বাংলাদেশের প্রায় সব অঞ্চলে এই পাখি দেখা যায়।
ছবি ও তথ্য: somewhereinblog.net এর সৌজন্যে।