দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবার আমাদের মাতৃভাষা ‘বাংলা ভাষা’ চতুর্থ ভাষা হিসেবে স্থান পেয়েছে নিউইয়র্কের স্কুলে। শুধু তাই নয়, সরকারি স্কুলে চতুর্থ প্রধান ভাষা হিসেবে স্থান করে নিয়েছে বাংলা।
গত দুই দশকে নিউইয়র্কে বাংলাদেশী অভিবাসীদের সংখ্যা বেড়েই চলেছে। একইসঙ্গে এই শহরের সরকারি স্কুলগুলোতে বাঙালি অধিবাসী ছাত্র-ছাত্রীদের সংখ্যা বেড়েই চলেছে। বর্তমানে এই সংখ্যা দাঁড়িয়েছে সাড়ে ৬ হাজারে।
নিউইয়র্কের শিক্ষা কমিশন অফিসের তথ্য মতে, ইংরেজি ভাষার পর শহরটির স্কুলে সর্বাধিক ব্যবহৃত ভাষা স্প্যানিশ এবং চীনা। তারপর চতুর্থ স্থানে রয়েছে বাংলা ভাষা।
জানা যায়, বর্তমানে নিউইয়র্কের ব্রুকলিন, ব্রঙ্কস এবং কুইন্সের বাঙালি অধ্যুষিত অঞ্চলে প্রতিষ্ঠিত ৩টি স্কুলে ইংরেজি ভাষার পাশাপাশি বাংলা ভাষা সমান্তরালভাবে ব্যবহারের সুযোগ রয়েছে। ‘দ্বিভাষিক কর্মসূচি’ নামে পরিচিত এই ব্যবস্থায় ছাত্র-ছাত্রী একই সঙ্গে ইংরেজি এবং মাতৃভাষায় পাঠ গ্রহণের সুযোগ পাচ্ছে। এটি আমাদের জন্য গর্বের বিষয়। কারণ নিউইউয়র্কে অবস্থানকারী বাংলা ভাষাভাষীরা বিশেষ যারা খুব ছোট বা যাদের জন্ম সেখানে তারা আমাদের বাংলা ভাষা শিখতে পারবে।