দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গুগল ড্রাইভে হোয়াটসঅ্যাপের তথ্য বিনামূল্যে ব্যাকআপ রাখা যাবে। অ্যান্ড্রয়েড ফোনে যাঁরা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন তারা এই সুবিধাটি পাবেন।
যে কারণে হোয়াটসঅ্যাপের বার্তা রাখার জন্য বাড়তি জায়গার যে অসুবিধা ছিল তা দূর হবে। এই সংরক্ষণ প্রক্রিয়ায় হোয়াটসঅ্যাপের আদান-প্রদান করা বার্তা এবং মাল্টিমিডিয়া কনটেন্ট গুগল ড্রাইভে অনায়াসে সংরক্ষণ করা যাবে।
গুগল ড্রাইভের পণ্য ব্যবস্থাপনা বিভাগ সূত্রে বলা হয়েছে, বার্তা আদান-প্রদানের বিষয়গুলো সংরক্ষণ নিয়ে আর চিন্তার কিছু নেই। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা স্বয়ংক্রিয়ভাবেই হোয়াটসঅ্যাপের ব্যাকআপ রাখার সুযোগ পাবেন। হোয়াটসঅ্যাপে আদান-প্রদান করা সকল বার্তা, ভয়েস মেসেজ, ছবি এমনকি ভিডিও সংরক্ষণ করার সুবিধা থাকবে। পুরোনো ফোন বাদ দিয়ে কেও যদি নতুন ফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে চান, সেক্ষেত্রে তারও ব্যাকআপ রিস্টোর করতে পারবেন।
বিজনেস টুডে ও হোয়াটস অ্যাপ ব্লগ হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের বরাত দিয়ে বলেছে, শীঘ্রই ব্যাকআপ সুবিধাটি সবার জন্য চালু করা হবে। এটি চালু করা হলে ফোন হারালেও বার্তা আর হারাবে না।