দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চাঞ্চল্যকর নারায়ণগঞ্চের ৭ খুনের প্রধান আসামী নূর হোসেনকে বাংলাদেশে ফেরত দেওয়ার আদেশ দিয়েছে ভারতের আদালত।
চাঞ্চল্যকর নারায়ণগঞ্চের ৭ খুনের প্রধান আসামী নূর হোসেনকে বাংলাদেশে ফেরত দেওয়ার আদেশ দিয়েছে ভারতের আদালত। আজ শুক্রবার ভারতের একটি আদালত নূর হোসেনকে দুই মাসের মধ্যে বাংলাদেশকে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছে। ইন্টারপোলের গ্রেফতারী পরোয়ানা জারি থাকায় সেখানকার পুলিশ আদালতকে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতারকৃত নূর হোসেনকে বাংলাদেশে ফেরত পাঠানোর আবেদন জানালে আদালত এই নির্দেশ দেন।
২০১৪ সালের এপ্রিলের নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ ৭ জনকে অপহরণ ও হত্যার ঘটনার পর পালিয়ে ভারতে গিয়ে ধরা পড়েন। তখন তার বিরুদ্ধে ভারতের পাসপোর্ট আইনে মামলা করা হয়। গতবছর ১৮ অগাস্ট সেই মামলাতে অভিযোগপত্র দেয় বাগুইআটি থানা পুলিশ।