The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

ব্রুনাইয়ের জামে আসর হাসানিল বলখিয়া মসজিদ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। আজ শুক্রবার, ৩০ অক্টোবর ২০১৫ খৃস্টাব্দ, ১৫ কার্তিক ১৪২২ বঙ্গাব্দ, ১৬ মহররম ১৪৩৭ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।

Brunei Jame Asr Mosque

যে মসজিদটি দেখছেন সেটি ব্রুনাইয়ের জামে আসর হাসানিল বলখিয়া মসজিদ। মসজিদটি একটি দৃষ্টিনন্দন মসজিদ।

ব্রুনাই-এ অবস্থিত এই মসজিদটির নির্মাণ কাজ ১৯৮৮ সালে শুরু হয়। ১৯৯৪ সালের ১৪ জুলাই সুলতানের জন্মদিনের আগের রাতে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এই মসজিদটি। এই মসজিদটি সুলতানের সিংহাসন আরোহনের ২৫ বছর পূর্তি উপলক্ষে মূলত ব্রুনাইবাসিদের প্রতি সুলতানের উপহার ছিলো।

এই মসজিদটি একসঙ্গে ৪ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন। এই মসজিদে মোট ৪টি মিনার রয়েছে। মসজিদের ভিতরের কারুকার্য, কলাম এবং মার্বেল পাথরের কাজ সবই যেনো আশ্চর্যজনক সুন্দর।

ছবি ও তথ্য: http://tnews247dotcom.blogspot.com এর সৌজন্যে।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...