The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

রেলস্টেশনের বুকস্টল ও প্রযুক্তির উৎকর্ষতা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। আজ রবিবার, ১ নভেম্বর ২০১৫ খৃস্টাব্দ, ১৭ কার্তিক ১৪২২ বঙ্গাব্দ, ১৮ মহররম ১৪৩৭ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।

Railway station bookstalls

যে ছবিটি আপনারা দেখছেন সেটি একটি বুকস্টলের তা নিশ্চয়ই বুঝতে পারছেন। তবে ভাবছেন এমন বুকস্টলের ছবি কেনো? এই ছবিটির কারণ হলো এক সময় এইসব বুকস্টলে নানা পত্রিকার সমাহার থাকতো। কিন্তু অনলাইনের যুগ আসার পর এখন এসব বুকস্টলের কদর নেই!

তবে এখনও বুকস্টলগুলো টিকে রয়েছে। অস্তিত্ব সংকট যতোই হোক টিকে তো তাকে থাকতেই হবে। আমরা এক সময় দেখেছি এইসব রেলস্টেশনের বুকস্টলগুলোতে প্রচুর ম্যাগাজিন ও নানা ধরনের বই-পত্র থাকতো। প্রচুর কাটতি ছিল এসবের। কিন্তু প্রযুক্তির এই যুগে তা বিলুপ্ত হতে চলেছে। এখন কেও ম্যাগাজিন কিনে পড়তে চান না। আর অন্যসব বই-পত্রও কিনতে চান না কারণ এখন অনলাইনে সবকিছুই পাওয়া যায়! সাম্প্রতিক তোলা ঈশ্বরদী জংসন রেলস্টেশনের এই বুকস্টলের ছবিটির জন্য এর আলোকচিত্রী সাংবাদিক আলাউদ্দিন আহমেদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...