The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

পুকুর, টিনের দোতালা ঘর, আর গাছ-গাছালি- এই আমাদের গ্রাম

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। আজ সোমবার, ২৪ নভেম্বর ২০১৫ খৃস্টাব্দ, ১০ অগ্রহায়ণ ১৪২২ বঙ্গাব্দ, ১১ সফর ১৪৩৭ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।

Pond, tin house, this village

আজও চমৎকার একটি দৃশ্য। আবারও সেই আমাদের গ্রামের দৃশ্য। এমন দৃশ্য দেখলে সত্যিই আমাদের মন ভরে যায়।

পুকুর, টিনের দোতালা ঘর, আর গাছ-গাছালি সব মিলিয়ে একটি চমৎকার দৃশ্য এটি। এই আমাদের গ্রাম। আমাদের অতীত। বংশ পরাংপরায় আমাদের অতীত ছিল এইসব গ্রাম ভিত্তিক। গ্রামই ছিল আমাদের আদি নিবাস। এসব কথা আমরা কিভাবে অস্বীকার করবো? এমন সুন্দর একটি ছবির জন্য এর আলোকচিত্রীকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। সকলকে আবারও শুভ সকাল।

ছবি: bangladeshtours64.blogspot.com এর সৌজন্যে।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...