দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হুয়াই জি প্লে মিনি এবং হুয়াই ওয়াই ৬২৫ মডেলের দুটি মোবাইল ফোনের দাম ১ হাজার টাকা করে কমানো হয়েছে।
হুয়াইয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হুয়াই জি প্লে মিনি মোবাইল ফোনটির দাম পূর্বে ছিল ১৫ হাজার ৯৯০ টাকা। এখন এটির দাম ১৪ হাজার ৯৯০ টাকা। ৯ হাজার ৯৯০ টাকা দামের হুয়াই ওয়াই ৬২৫ মোবাইল ফোনটি পাওয়া যাবে ৮ হাজার ৯৯০ টাকাতে।
হুয়াইয়ের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, হুয়াই জি প্লে মিনি এবং হুয়াই ওয়াই ৬২৫ মডেলের দুটিই স্মার্টফোন থ্রিজি সমর্থন করে। ফোনটিতে রয়েছে ৫ ইঞ্চি মাপের আইপিএস ডিসপ্লে এবং দুটি সিম ব্যবহারের সুবিধা। হুয়াই জি প্লে মিনি সেটটি অ্যান্ড্রয়েড কিটক্যাট অপারেটিং সিস্টেম চালিত।
এতে রয়েছে:
১ দশমিক ২ গিগাহার্টজের অক্টাকোর প্রসেসর
দুই জিবি র্যাম
পেছনে ১৩
সামনে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা
ব্যাটারি ২ হাজার ৫৫০ মিলিঅ্যাম্পিয়ার।
অপরদিকে হুয়াই ওয়াই ৬২৫ স্মার্টফোনটিতেও অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড কিটক্যাট।
এতে রয়েছে:
১ দশমিক ২ গিগাহার্টজের অক্টাকোর প্রসেসর
১ জিবি র্যাম
৪ জিবি মেমোরি
এই স্মার্টফোনটির পেছনে ৮ এবং রয়েছে সামনে ২ ক্যামেরা।