দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। আজ বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০১৫ খৃস্টাব্দ, ১২ অগ্রহায়ণ ১৪২২ বঙ্গাব্দ, ১৩ সফর ১৪৩৭ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
গ্রামের একটি ভাঙ্গা টিনের ঘর। গ্রামের মানুষগুলো এখনও এমন জীর্ণ ঘরে বসবাস করেন। অথচ শহরের মানুষগুলো আভিজাত্যে দিন কাটান।
অজ পাড়া-গাঁয় এখনও এমন জীর্ণ কাঁচা ঘর-বাড়ি রয়েছে। হালচাষ করে যাদের দিন কাটে তারা হয়তো মাটির ঘর, ছোনের ঘর কিংবা টিনের ঘরে দিন কাটে। গ্রামের মানুষগুলোর এমন হাল-হকি দেখেও আমরা কিছুই করতে পারি না! আজকের সকালে এমন একটি ছবির জন্য এর আলোকচিত্রীকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
ছবি: www.sachalayatan.com এর সৌজন্যে।