The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

জোড়া গোল দিয়েই মাঠে ফিরলেন মেসি

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ অবশেষে মেসির জাদুতেই জয়ের মুখ দেখলো বার্সেলোনা। গত রোববার লা লিগায় রিয়াল বেটিসের সাথে মেসির জোড়া গোলে ৪-২ গোলের জয় পেলো বার্সা। এ জয়ের ফলে লা লিগায় ৩৪ ম্যাচে ৮৮ পয়েন্ট নিয়ে শিরোপা থেকে মাত্র ২ পয়েন্টের দূরত্বে অবস্থান করছে কাতালানরা।


277738hp2

চ্যাম্পিয়নস লীগ সেমিফাইনালে বায়ার্নের বিপক্ষে ২ লেগ মিলিয়ে ৭ গোলের ঐ ভরাডুবির পর এ জয়টাকে একপ্রকার স্বস্তির জয়ই বলা যায়। তবে সবচেয়ে বড় স্বস্তির খবর বার্সার প্রানভোমরা লিওনেল মেসির প্রত্যাবর্তন। হ্যামস্ট্রিং ইনজুরির জন্য বায়ার্নের বিপক্ষে সেমিফাইনালের ২য় লেগ মিস করলেও ফিরে এসে ২ গোল করে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন তিনি। এ নিয়ে লিগে তাঁর গোলসংখ্যা দাঁড়ালো ৪৬ এ।

তবে ম্যাচের শুরুটা মোটেও স্বস্তির ছিলোনা বার্সার জন্য। খেলা শুরুর ২ মিনিটের মধ্যে ডোরলান প্যাবনের গোলে এগিয়ে যায় বেটিস। ৯ মিনিটের মাথায় চিলিয়ান ফরোয়ার্ড সানচেজের গোলে সমতায় ফেরে টিটো ভিলানোভার দল। প্রথমার্ধ শেষ হবার ৩ মিনিট আগে আবারও লিড নেয় বেটিস। এবারের গোলদাতা রুবেন পেরেজ। ১-২ এ পিছিয়ে থেকেই দ্বিতীয়ার্ধের সুচনা করে বার্সা। ৫৬ মিনিটে ডেভিড ভিয়ার হেডে আবারও সমতায় ফেরে বার্সা। এ গোলের পরপরই ভিয়ার বদলে মাঠে নামেন লিও। নামার ৩ মিনিটের মধ্যেই তাঁর দুর্দান্ত এক ফ্রি কিক খুঁজে নেয় বেটিসের জাল। কিন্তু এখানেই ক্ষান্ত দেননি আর্জেন্টাইন জাদুকর। ৭১ মিনিটে দলীয় প্রচেষ্টার এক ফসল তাঁর নিপুণ ফিনিশিংএ পরিণত হয় গোলে যা স্বস্তির সুবাতাস বইয়ে দেয় নু-ক্যাম্পের গ্যালারিতে। হ্যাটট্রিকের সুযোগও পেয়েছিলেন একেবারে অন্তিম মুহূর্তে, কিন্তু তা কাজে লাগাতে পারেননি। ৩৫ মিনিট মাঠে থেকে ২ গোল নিয়ে ফিরলেও মেসির খেলায় ফিটনেসের অভাব ছিল স্পষ্ট।

এ জয়ের ফলে লা লিগার শিরোপা হতে নিঃশ্বাস দূরত্বে রইলো বার্সা। পরবর্তী ম্যাচে নিজেদের জয় কিংবা মালাগার বিরুদ্ধে ২য় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের হার যেকোনটিই নিশ্চিত করতে পারে নু-ক্যাম্পে আরও একটি শিরোপার আগমন। লিওনেল মেসির সর্বোচ্চ গোলদাতা হবার ব্যাপারটি ইতিমধ্যেই নিশ্চিত হয়ে গেছে। হাতে আরও ৪ ম্যাচ থাকলেও বার্সা স্ট্রাইকারের গোলসংখ্যা ৪৬ যেখানে নিকটতম প্রতিদন্ধি ক্রিশ্চিয়ানো রোনালদো আছেন ১৩ গোল দূরত্বে। ২৬ গোল নিয়ে ৩য় স্থানে আছেন অ্যাটলেটিকো মাদ্রিদের কলম্বিয়ান সেনসেশন রাদামেল ফ্যালকাও।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...