The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

জাপানে রোবটের সুমু কুস্তি প্রতিযোগিতা!

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ জাপানের দক্ষিণ উটাহ অঞ্চলে সাম্প্রতিক আয়োজন হল রোবট দিয়ে ঐতিহ্যবাহী সুমু কুস্তির। এ প্রতিযোগিতা আয়োজন করে জাপানের উটাহ অঞ্চলের একটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তারা প্রতিযোগিতায় দর্শকদের উপহার দেন রক্তপাতহীন উত্তেজনা পূর্ণ এক বিনোদনের।

রোবটের কুস্তি

সাধারণত সুমু কুস্তিতে প্রতিপক্ষকে ধাক্কা দিয়ে একটি বৃত্তাকার রিং এর বাইরে পাঠিয়ে অথবা রিং এর ভেতর প্রতিপক্ষকে শুইয়ে দিতে পারলে বিজয়ী হওয়া যায়। রোবটিক সুমু কুস্তিতে ও একি নিয়মে খেলা হয়। তবে রবোটিক কুস্তিতে অংশ নিতে রোবটকে অবশ্যই ১৮ ইঞ্চি উচ্চতার, ওজন ১৫ পাউন্ড এর কম এবং ৩.৫ ভোল্টের ব্যাটারিতে চালিত হতে হয়। রোবট গুলো রিমোট চালিত। রোবট অপারেটরদের দূরবর্তী নির্দেশের মাধ্যমে এরা কাজ করে। আকার ও শক্তি অনেক সীমাবদ্ধতা থাকার পর ও অংশগ্রহণ কারি রোবটদের দেখা যায় বাহারি নকশা ও মজার সব আকৃতিতে। রোবটের আকৃতির বিষয়ে দক্ষিণ উটাহ শহরের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ার ডেভিড ওয়ার্ড বলেন “শ্রেষ্ঠ কুস্তিগীর রোবট গুলো সাধারনত ছোট আকৃতির এবং কৌশল পূর্ণ গঠনের হয়।“ এ বছরের চ্যাম্পিয়ন রোবট ডিজাইন করেন জাপানিজ ইঞ্জিনিয়ার তাকাইউকি হসহিনো। তিনি তার রোবটের সামনের দিকে প্রতিপক্ষকে ঘায়েল করতে একটি ধারালো ব্লেড দিয়ে ডিজাইন করেন । এবং তার রোবটের ভিত্তি ছিল ত্রিপায়া চাকতি। আরেক প্রতিযোগী কপার হিল হাই ইস্কুলের এন্ড্রু গাস্তাফসন তার রোবটকে মাকড়শার আকৃতিতে ডিজাইন করেন যেটাতে ৮ টি পা ও একটি হুল ছিল। এটা ওয়ারলেস রিমোট কন্ট্রোলের সাহায্যে নির্দেশ গ্রহন করে। এভাবে বিভিন্ন আকৃতিতে অসংখ্য প্রতিযোগী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

জাপানি সফটওয়্যার জায়েন্ট কোম্পানি ফুজি সফট এ বি সি ইনক প্রায় ১০ বছর আগে সুমু রোবট কুস্তি প্রতিযোগিতা শুরু করে এবং বিগত ৩ বৎসর যাবত জাপান এ প্রতিযোগিতার শীর্ষ ১০ প্রতিযোগীকে আন্তর্জাতিক রোবট প্রতিযোগিতা সান ফ্রান্সিসকো তে অংশ নিতে পাঠায়। গত মার্চে ৪,০০০ এর উপর অংশগ্রহণ কারি এ প্রতিযোগিতার জন্য নাম নিবন্ধন করে। দক্ষিণ উটাহ বিশ্ববিদ্যালয়ের এ প্রতিযোগিতা শুধুমাত্র আন্তর্জাতিক সান ফ্রান্সিসকো রোবট ইভেন্টের একটি প্রস্তুতি হতে পারে, কিন্তু এর ফলে দেশটির বিজ্ঞানের ছাত্ররা ইলেকট্রনিক্স সেক্টরে বিশেষ এক অভিজ্ঞতা লাভ করছে। জাপানের বিখ্যাত অনেক রোবট প্রস্তুতকারি প্রতিষ্ঠান এ প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা প্রদান করেন। উন্নত প্রযুক্তির দেশ জাপানে প্রযুক্তিকে মানুষের কল্যাণে কাজে লাগানোর লক্ষ্যে প্রতিনিয়ত গবেষণা পরিচালিত হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় জাপানের রোবট তৈরিতে রয়েছে ঈর্ষণীয় সাফল্য। জাপান রোবট শিল্পে বিশ্বের একটি পরিচিত নাম।

সূত্রঃ এবিসি নিউজ।
link: http://abcnews.go.com/Technology/story?id=98631&page=1#.UYjLwdiMtWl

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...
sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali