দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘যুক্তরাষ্ট্র পুরো ইউরোপজুড়ে ২শ’ পারমাণবিক বোমা মোতায়েন করেছে’ বলে অভিযোগ করেছে রাশিয়া। প্রেসটিভির খবরে এ কথা বলা হয়েছে।
রাশিয়া অভিযোগ করেছে যে, ‘আমেরিকা ইউরোপজুড়ে প্রায় ২শ’ পরমাণু বোমা মোতায়েন করেছে। মস্কো আরও বলেছে, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর সামরিক তৎপরতার কারণে বিশ্বে সামরিক-রাজনৈতিক পরিস্থিতির ক্রমেই অবনতি ঘটছে।
সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, ‘ইতালি, বেলজিয়াম, নেদারল্যান্ড, জার্মানি এবং তুরস্কে এসব মার্কিন পরমাণু বোমা মোতায়েন করা হয়েছে। আবার আমেরিকা পরমাণু অস্ত্র কর্মসূচিও নবায়ন করেছে।’
প্রতিনিয়ত সামরিক তৎপরতা বাড়ানোর জন্য আমেরিকা ও ন্যাটোকে দায়ী করা হয়। এতে বিশ্বে সামরিক-রাজনৈতিক পরিস্থিতির অবনতি হচ্ছে বলে মন্তব্য করেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী শোইগু।
রুশ প্রতিরক্ষামন্ত্রী আরও বলেছেন, ‘খুব কম সময়ে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের সদস্য সংখ্যা প্রায় দ্বিগুণ করে ফেলা হয়েছে।’ এই পরিস্থিতি মোকাবেলায় রাশিয়াও তার কৌশলগত পরমাণু অস্ত্রের ক্ষমতা বিশালভাবে বাড়িয়েছে বলে জানানা তিনি। তিনি জানান, ‘রাশিয়ার শতকরা ৫৫ ভাগ পরমাণু অস্ত্রই নতুন সামরিক সরঞ্জামের সঙ্গে বসানো হয়েছে।’
উল্লেখ্য, গত জুনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘ন্যাটো যদি রাশিয়াকে হুমকি দেয়, তাহলে মস্কোও সেই অনুযায়ী ব্যবস্থা নেবে।’