দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রাশিয়া আরও পারমাণবিক অস্ত্র বানাবে বলে ঘোষণা করেছে। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া পারমাণবিক অস্ত্র তৈরি অব্যাহত রাখবে।
রাশিয়া পারমাণবিক অস্ত্র বানানো অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারমাণবিক অস্ত্র তৈরি অব্যাহত রাখার ঘোষণা দেন। তবে এও বলা হয়েছে তারা এসব অস্ত্র ব্যবহার করতে চায় না। পুতিনের এই বক্তব্যের মধ্যদিয়ে এটা স্পষ্ট যে, রাশিয়া তাদের পারমাণবিক অস্ত্র ক্ষেত্রকে আরও শক্তিশালী এবং সমৃদ্ধ করতে যাচ্ছে।
সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, স্থানীয় স্টেট টেলিভিশনে ‘ওয়ার্ল্ড অর্ডার’ নামে একটি ডকুমেন্টারিতে রুশ নেতা এই মন্তব্য করেছেন। তবে পুতিনের মতে, তার দেশ কোনো হামলার জন্য বা অপ্রয়োজনীয় কোনো ক্ষেত্রে ব্যবহারের জন্য এসব পারমাণবিক অস্ত্র তৈরি করছে না। কেবলমাত্র তারা নিজেদের নিরাপত্তা ও পরমাণু নীতির ওপর ভিত্তি করেই পারমাণবিক অস্ত্র তৈরি করছে।