ইরানের প্রেসিডেন্ট: ঐক্যবদ্ধ হওয়া ছাড়া মুসলমানদের অন্য কোনো পথ নেই

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, ঐক্যবদ্ধ হওয়া ছাড়া মুসলমানদের আর অন্য কোনো পথ নেই। ষড়যন্ত্রের মোকাবেলার জন্য নিজেদের মধ্যে ঐক্য শক্তিশালী করতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্‌বান জানিয়েছেন তিনি।

রেডিও তেহরানের এক খবরে বলা হয়েছে, ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি আরও বলেছেন, ‘মুসলিম বিশ্ব বর্তমানে একটি স্পর্শকাতর সন্ধিক্ষণে অবস্থান করছে।’ তেহরানে গত রবিবার ২৯তম আন্তর্জাতিক ইসলামি ঐক্য সম্মেলনের উদ্বোধনী ভাষণে একথা বলেন তিনি।

ড. হাসান রুহানি বলেন, ‘ইসলামের শত্রু এবং বড় শক্তিগুলো ইসলামকে সহিংসতার ধর্ম হিসেবে তুলে ধরার চেষ্টা করে আসছে। এ প্রচেষ্টা নস্যাত করার লক্ষ্যে মুসলমানদের সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করতে হবে। তাঁর মতে, ইতিহাসের এই সন্ধিক্ষণে পরস্পরের প্রতি ঐক্যের হাত বাড়িয়ে দেওয়া ছাড়া মুসলমানদের আর অন্য কোনো উপায় নেই।’

Related Post

মধ্যপ্রাচ্য, পশ্চিম এশিয়া এবং উত্তর আফ্রিকার চলমান সহিংসতা, সন্ত্রাস ও গণহত্যার কথা উল্লেখ করে ইরানের প্রেসিডেন্ট ড. হাসান বলেন, ‘এসব অমানবিক তৎপরতা ইসলামের ভাবমর্যাদা ক্ষুণ্ন করার কাজে মূলত শত্রুকে সাহায্য করছে।’ সুনির্দিষ্ট কিছু মুসলিম দেশের পক্ষ হতে বিপুল পরিমাণ মার্কিন সমরাস্ত্র আমদানির তীব্র সমালোচনা করে তিনি বলেছেন, ‘এসব অস্ত্র হয় জঙ্গি গোষ্ঠীগুলোর হাতে চলে যাচ্ছে কিংবা অন্য কোনো মুসলিম দেশের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে।

উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের মানবতা বিরোধী তৎপরতার প্রতি ইঙ্গিত করে ইরানী প্রেসিডেন্ট ড. রুহানি বলেন, অর্থনৈতিক ও সাংস্কৃতিক দিক দিয়ে পিছিয়ে পড়া সমাজ হতে নিজেদের দলে লোক ভর্তি করছে দায়েশ। কাজেই মুসলিম দেশগুলো হতে আগে অর্থনৈতিক এবং সাংস্কৃতিক দারিদ্র দূর করতে হবে।’

উল্লেখ্য, তেহরানে অনুষ্ঠিত এবারের এই সম্মেলনে ৩০০ জনেরও বেশি আন্তর্জাতিক ইসলামি ব্যক্তিত্ব অংশগ্রহণ করছেন। এদের মধ্যে অন্তত ১৭৫ জন এই প্রথমবারের মতো এই সম্মেলনে অংশ নিচ্ছেন বলে জানানো হয়েছে।

This post was last modified on ডিসেম্বর ২৭, ২০১৫ 9:57 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

এনার্জিপ্যাকের সঙ্গে চীনের আনহুই প্রাদেশিক গণ-কংগ্রেসের প্রতিনিধিদলের সাক্ষাৎ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চীনের আনহুই প্রাদেশিক গণ-কংগ্রেসের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সম্প্রতি রাজধানীর তেজগাঁও…

% দিন আগে

জয়া এবার মা হচ্ছেন!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জনপ্রিয়তার শিখরে আছেন অভিনেত্রী জয়া। দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী…

% দিন আগে

মার্কিন পতাকা নামিয়ে ফিলিস্তিনি পতাকা উড়লো হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অবরুদ্ধ গাজায় ইসরাইলি গণহত্যার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে চলমান ক্যাম্পাস বিক্ষোভের…

% দিন আগে

বাংলা সাল যেভাবে এলো

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বৈশাখ এলে বাংলা সালের কথা আমাদের মনে পড়ে। আসলে এই…

% দিন আগে

নদী ও নৌকা: এক অসাধারণ গ্রামের দৃশ্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ খৃস্টাব্দ, ১৭ বৈশাখ ১৪৩১…

% দিন আগে

আপনি কী জনেন দিবানিদ্রার অভ্যাসে বাড়তে পারে ডিমেনশিয়ার ঝুঁকি!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দিনের বেলায় ঘুমানোকে আমরা ভাত ঘুম বলে থাকি। তবে দিনের…

% দিন আগে