দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দুই বিদেশী অতিথিকে নিয়ে আসছে ‘সম্রাট-দ্য কিং ইজ হিয়ার’। শাকিব খান, অপু বিশ্বাস এবং ইন্দ্রনীলকে নিয়ে তৈরি হচ্ছে নতুন ছবিটি।
‘সম্রাট-দ্য কিং ইজ হিয়ার’ ছবিটি বর্তমানে শেষ পর্যায়ের শুটিংয়ের জন্য ছবির ইউনিট এখন রয়েছে থাইল্যান্ডের ব্যাংককে।
ছবিটিতে অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে ইমনকেও। এবার এই তালিকায় যুক্ত হয়েছেন দু’জন ভিনদেশীকে। তারা হলেন- আমেরিকার জেনে এবং ভারতের নিতেশ।
ছবির পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ফেসবুকে জানিয়েছেন, ‘আমেরিকার জেনেকে তারা হঠাৎ করেই ছবিটির জন্য নির্বাচন করা হয়। তার সঙ্গে সেখানেই আমার পরিচয়। জেনে পেশায় একজন শিক্ষক। ‘সম্রাট’-এ অভিনয়ের প্রস্তাব দিলে তিনি সানন্দে রাজি হয়ে যান। অন্যদিকে নিতেশ ভারতীয় প্রযোজক হিসেবে বিশেষ পরিচিত। তিনিও রয়েছেন অতিথি শিল্পী হিসেবে। ছবিটিতে এ দু’জনের উপস্থিতি থাকছে মাত্র ৪ মিনিটের জন্য। মাফিয়া চক্রের সঙ্গে তাদের দু’জনকে দেখা যাবে।
এই ছবিরি শুটিংয়ের সুবাদে জনপ্রিয় জুটি শাকিব খান এবং অপু বিশ্বাস এবার থার্টিফার্স্ট উদযাপন করেন ব্যাংককে। তারা ২৫ ডিসেম্বর ঢাকা ত্যাগ করেন।