দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্ব যখন এগিয়ে চলেছে তথ্য প্রযুক্তির বদৌলতে কিন্তু সৌদি নারীরা এখনও সেটি করতে পারে না। তাই তারা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করতে ছদ্ম নাম ব্যবহার করে।
বর্তমানে মানুষ যখন চাইছে তখনই যোগাযোগ করতে পারছে একে অন্যের সঙ্গে। সহজ যোগাযোগের সবচেয়ে সহজলভ্য ও জনপ্রিয় মাধ্যম হলো সামাজিক যোগাযোগ মাধ্যম। এই সময় সৌদি নারীরা বিশ্ববাসীর সঙ্গে তারাও পিছিয়ে থাকতে নারাজ। আর তাই তারা সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক, টুইটার- এ তাদের আসল পরিচয় গোপন করে ছদ্ম নাম ব্যবহার করছে।
সৌদি আরবের এক নারী সমাজকর্মী বলেছেন, ‘সৌদি নারীদের ছদ্ম পরিচয় ব্যবহারের কারণ হলো, পারিবারিক অবস্থা বা নিছকই রহস্যময় পৃথিবীতে প্রবেশের এক রোমাঞ্চকর অনুভূতি।’ তিনি আরও বলেন, সৌদি আরবের ৭০ ভাগ নারী তাদের পরিচয় গোপন করে সামাজিক সমালোচনার ভয়ে, নিজেরা তাদের অন্য চরিত্রের রূপ দেন। অনেকেই আবার মিথ্যা পরিচয় দিয়ে সুখ খোঁজার চেষ্টা করেন।’
এ বিষয়ে একজন বিশেষজ্ঞ বলেছেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের পরিচয় গোপন একেবারে দুর্ভাগ্যজনক। এটি নারী-পুরুষের ব্যাপক বিস্তৃত একটি সমস্যা। কারণ পরিচয় গোপন করলে সমাজের প্রতি দায়বদ্ধতা থাকে না। আর তাই ঘটতে থাকে নানা অসামাজিক কর্মকাণ্ড। তাই এসব সমস্যা থেকে বেরিয়ে আসতে হবে। নইলে সমাজের নানা অনাচার বাড়বে।’