The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

সৌদিতে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন নারীরাও!

ইতিপূর্বে দেশটির নারীরা কোনো স্টেডিয়ামে প্রবেশের সুযোগ পেতেন না

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবার সৌদিতে স্টেডিয়ামেও প্রবেশ করতে পারবেন নারীরা! দেশটি কট্টর নীতি হতে সরে এসে নারীদের সর্বস্থানে সুযোগ করে দেওয়ার উদ্যোগ নিচ্ছে। ইতিপূর্বে গাড়ি চালানো ও নির্বাচনে দাঁড়ানোর অনুমতিও দিয়েছে দেশটি।

সৌদিতে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন নারীরাও! 1

জানা গেছে, আজ (শুক্রবার) থেকেই সৌদির বিভিন্ন স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন দেশটির নারী সমাজ। সরকারি এক ঘোষণায় বলা হয়েছে যে, শুক্রবার সৌদির নারীরা একটি ফুটবল ম্যাচও দেখতে পারবেন। ইতিপূর্বে দেশটির নারীরা কোনো স্টেডিয়ামে প্রবেশের সুযোগ পেতেন না। তাদের জন্য স্টেডিয়ামে প্রবেশের এটাই হবে প্রথম অভিজ্ঞতা।

গত সোমবার এক বিবৃতিতে সৌদির সংস্কৃতি এবং তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার প্রথমবারের মতো আল আহলি ও আল বাতিন দলের একটি ফুটবল ম্যাচ দেখতে পাবেন সৌদি নারীরা।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, নারীরা ওই দিন দ্বিতীয় ম্যাচের খেলাও দেখতে পারবেন। প্রথম ম্যাচটি রাজধানী রিয়াদে, দ্বিতীয়টি জেদ্দায় ও তৃতীয় ম্যাচটি পূর্বাঞ্চলীয় দাম্মাম শহরে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...