The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

একই যমজের জন্ম দুই সালে!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ একই যমজের জন্ম একই একই দিনে বা একই সালে হয় সেটিই স্বাভাবিক নিয়ম। কিন্তু এবার ঘটলো এর ব্যতিক্রম। একই যমজের জন্ম হলো দুই সালে!

In two of the twin birth Year

সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাণিজ্যিক শহর সান ডিয়েগোতে এমন একটি জমজ শিশু ভূমিষ্ঠ হয়। কিন্তু জমজ হলেও শিশু দুটি ভিন্ন বছরে অর্থাৎ দুই বছরে ভূমিষ্ঠ হয়েছে! এই শিশু দুটির নাম জাওলিয়ান বেলিনিকা এবং লুইস ভেলেন্সিয়া জুনিয়র।

জানা যায়, বেলিনিকা ও ভেলেন্সিয়া নামের এই শিশু দুটি জমজ হলেও দুইজনের জন্ম হয়েছে দুই বছরে। বেলিনিকা জন্মগ্রহণ করেছেন ২০১৫ সালে এবং ভেলেন্সিয়া ২০১৬ সালে। বেলিনিকা ১১.৫৯ মিনিটে জন্মগ্রহণ করে তাই সেই হিসেবে তার জন্ম সাল ২০১৫। আর ভেলেন্সিয়া জন্মগ্রহণ করে ১২.০৩ মিনিটে। তাই সেই হিসেবে তার জন্ম সাল ২০১৬ সালে।

জমজ শিশুদের পিতা লুইস ভেলেন্সিয়া বলেছেন, আমার দুই সন্তানই নতুন বছরের উপহার। তারা দুইজনই সুস্থ রয়েছেন।

Loading...