দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জনপ্রিয় অভিনেত্রী দিতির অবস্থা এখন সঙ্কটাপন্ন। হাসপাতালে চিকিৎসাধীন দিতির ফিরে আসা এখন প্রায় অনিশ্চিত।
এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী দিতির অবস্থা এখন সঙ্কটাপন্ন। কেমোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়ায় তার চিকিৎসা এখন সাধ্যের অতীত হয়ে দাঁড়িয়েছে। তার ফিরে আসার সম্ভাবনা একেবারেই নেই বলে জানিয়েছেন তারই কন্যা লামিয়া চৌধুরী। ফেসবুক পোস্টে এই তথ্য দিয়েছেন লামিয়া। মায়ের ভয়াবহ যন্ত্রণার চাইতে মৃত্যু শ্রেয় উল্লেখ করে শান্তিময় মৃত্যু প্রার্থনা করেছেন তিনি। লামিয়া সোশ্যাল মিডিয়া ফেসবুকে লিখেছেন- ‘মা মারা যাচ্ছে। প্লিস আমাকে তার বিষয়ে প্রশ্ন করা বন্ধ করুন।’
‘উনি ভালো হয়ে যাবেন’ এ ধরণের সান্তনা দেয়াও বন্ধ করুন। কারণ চিকিৎসকদের হাতে তার জন্য আর কিছুই করার নেই। কেমোথেরাপির রেডিয়েশানের পার্শ্বপ্রতিক্রিয়ায় তার ‘পারকিনশন’ রোগ হয়েছে। তার ক্যান্সার তাকে মারছে না। টিউমারও হয়নি। রেডিয়েশানের কারণেই তার অবস্থার অবনতি হয়েছে।’
লামিয়া আরও লিখেছেন, ‘সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করে বলেন, আল্লাহ যদি সহায় হন, তাহলে তাকে এই যন্ত্রণা হতে মুক্ত করবেন অতি দ্রুত। আল্লাহ আমার মাকে ‘মৃত্যু’ উপহার দাও। তিনি আমাদেরকে চিনতে পারছেন না তবে তোমার প্রতি তার বিশ্বাস অবিচল। তিনি আমাদের ডাকতে পারছেন না, তবে তোমাকে তিনি মনে করছেন। নিশ্চয়ই আল্লাহ সঠিক কাজটিই করেন।’
সন্তানের এমন কামনার কারণে বোঝা যাচ্ছে এক সময়ের জনপ্রিয় নায়িকা দিতি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে অবস্থান করছেন। তার অবস্থা খুবই খারাপ। তার কষ্ট দেখে আপনজনরা তার মৃত্যু কামনা করছেন।