Categories: বিনোদন

ভক্তের হামলার শিকার পপ সুপারস্টার জাস্টিন বিবার !

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ টিন সেনসেশন খ্যাত কানাডীয় পপগায়ক জাস্টিন বিবার , ঘরে বাইরে সবসময় আলোচিত এবং আলোড়িত তার কর্মকান্ডে এবং সেলিব্রেটি ইমেজে !  সম্প্রতি দুবাইয়ে আয়োজিত এক কনসার্টের  স্টেজে গান গাওয়ার সময় এক ভক্তের আক্রমনের শিকার হলেন কানাডীয় পপ তারকা জাস্টিন বিবার।

রবিবার রাতে ১৯ বছর বয়সী সঙ্গীতের বিস্ময়কর এই তারকা যখন তার ‘বিলিভ’ গানটি গাওয়ার জন্য স্টেজে উঠেন ঠিক তখনি এ ঘটনা ঘটে। সাদা শার্ট আর জিন্স পড়ে কনসার্টের সময় পিয়ানোর এক পাশে বসেছিলেন। অপ্রস্তুতভাবে হঠাৎ এক পাগল ভক্ত এসে  বিবারকে পিছন থেকে জাপটে ধরেলে বিবার নিজেকে ছাড়িয়ে নিয়ে মঞ্চের এক কোনায় চলে যায়। এসময় ওই ভক্ত বিবারকে আক্রমন করার চেষ্টা করে পিয়ানো দখল করে। পরে আইন-শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে !

অবশ্য এ ঘটনায় থেমে থাকেনি বিবারের কনসার্ট। কিছুক্ষণ বিরতি নিয়ে আবারো পিয়ানোর পূর্ব আসনটিতে বসে পুরোদমে গান পরিবেশনা শুরু করেন।  টুইটার বার্তায়  বিবার বলেন,  “কোনো কিছুই আমার কনসার্টকে প্রতিহত করতে পারবে না। আমার আছে অসংখ্য ভক্ত। আসল ভক্তদের জন্যই থাকবে আমার পরিবেশনা।”

প্রত্যক্ষদর্শী একজনের বরাত দিয়ে উইএসম্যাগাজিন এ খবর জানিয়েছে।

অবশ্য এ ঘটনা ছাড়াও বিবারের দুবাই থেকে ফিরে আসতে ঘণ্টা দুয়েক দেরি হওয়ায় তার বাবা-মা চিন্তিত বেশ চিন্তিত ছিলেন!

উল্লেখ্য, বিবারের প্রথম পূর্ণ অ্যালবাম মাই ওয়ার্ল্ড ২০১০ এর ২৩ মার্চ প্রকাশিত হয়। অ্যালবামটি বাণিজ্যিকভাবে সাফল্য অর্জন করে এবং বেশ কয়েকটি দেশে শীর্ষ দশে স্থান করে নেয়। এটি যুক্তরাষ্ট্রে প্লাটিনাম সনদে ভূষিত হয়। এই অ্যালবামের বেবি গানটী বিশ্বব্যাপী ব্যাপক সাফল্য অর্জন করে। গানটির মিউজিক ভিডিও এখন পর্যন্ত সবচেয়ে সর্বাধিক প্রদর্শিত, আলোচিত এবং অপছন্দিত ইউটিউব ভিডিও। তার ইউটিউব ভিডিওটি এখন পর্যন্ত দেখা হয়েছে ২০০ কোটি বার । বিবারের পরবর্তি অ্যালবাম নেভার সে নেভার – দ্য রিমিক্সেস। এটি প্রকাশিত হয় ১৪ ফেব্রুয়ারী ২০১১।

Related Post

জাস্টিন বিবার বিগত কয়েক অসংখ্য পুরস্কার ও সাধুবাদ অর্জন করেছেন। ২০১০ অ্যামেরিকান মিউজিক অ্যাওয়ার্ডস-এ বিবার বর্ষসেরা শিল্পীর পুরস্কার অর্জন করেন। এছাড়া তিনি ৫৩তম গ্র্যামি অ্যাওয়ার্ডস-এ শ্রেষ্ঠ নবীন শিল্পী ও বেস্ট পপ ভোকাল অ্যালবাম পুরস্কার দুইটির জন্য মনোনীত হন। বিবারের সঙ্গীত, চিত্র ইত্যাদি বিশ্বব্যাপী আলোচনা, সমালোচনা ও বিতর্কের বিষয় পরিণত হয়েছে।

তথ্যসূত্রঃ প্রথম আলো

This post was last modified on মে ৮, ২০১৩ 5:57 অপরাহ্ন

মাহমুদুর রহমান

Recent Posts

শীতার্তদের পাশে দাঁড়ান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ৮ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২৪ পৌষ ১৪৩১…

% দিন আগে

স্লিপিং মাস্ক মেখে ত্বকের জৌলুস বাড়িয়ে তুলুন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাধারণ ঘুমনোর সময় ত্বক ‘হিল’ হয়। তাই রাতের স্কিন কেয়ারের…

% দিন আগে

শাওমির ব্র্যান্ড অ্যাম্বাসেডর তামিম ইকবাল

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ের লেজেন্ডারি ক্রিকেটার তামিম ইকবাল, বাংলাদেশের নাম্বার ওয়ান মোবাইল…

% দিন আগে

কনকনে শীতেও স্বস্তির কারণ হতে পারে বড় এলাচ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যাদের শীত বেশি অর্থাৎ যারা শীতে একটুতেই কাতর হয়ে পড়েন…

% দিন আগে

বিয়ের ৩৩ বছর পর ধর্ম পরিবর্তন করলেন শাহরুখের স্ত্রী?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শাহরুখ খান এবং গৌরী খানের ৩৩ বছরের দাম্পত্য জীবনে ধর্ম…

% দিন আগে

কানাডাকে আবারও ৫১তম রাজ্য বানানোর প্রস্তাব দিলেন ট্রাম্প

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গত বছরের ডিসেম্বরের…

% দিন আগে