দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। আজ রবিবার, ১৭ জানুয়ারি ২০১৬ খৃস্টাব্দ, ৪ মাঘ ১৪২২ বঙ্গাব্দ, ৫ রবিউস সানি ১৪৩৭ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
শীতের পাখি। বড়ই চমৎকার দৃশ্যটি। শীতের সময় এসব পাখির আগমন ঘটে। আবার শীত চলে গেলে এরাও চলে যায়।
আমাদের দেশের হাওড় বিল এলাকায় এসব পাখি আসে। তবে সবচেয়ে বেশি দেখা যায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যায়ে ও ঢাকা চিড়িয়ানার হাওড়ে। এসব পাখি শীত এলে আমাদের দেশে চলে আসে। আবার শীত চলে গেলেই এরা বিদায় হয়। তাই এই সময় জাহাঙ্গীরনগর কিংবা চিড়িয়াখানায় গেলে এসব মনোমুদ্ধকর পাখির দেখা পাবেন। এরা আমাদের প্রকৃতিকে আরও শুভ্র-সুন্দর করে তোলে। আজকের সকালে এমন সুন্দর একটি ছবির জন্য এর আলোকচিত্রীকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
ছবি: www.champs21.com এর সৌজন্যে।