দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়কে পরাজিত করে বাংলাদেশ জয়লাভ করেছে। এই সিরিজে আজ প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ১৬৪ রানের টার্গেট দিয়েছিল। বাংলাদেশ ৬ ইউকেটে ১৬৬ রান সংগ্রহ করে।
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়কে পরাজিত করে বাংলাদেশ জয়লাভ করেছে। এই সিরিজে আজ প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ১৬৪ রানের টার্গেট দিয়েছিল। ৬ বল বাকি থাকতেই বাংলাদেশ ৬ ইউকেটে ১৬৬ রান সংগ্রহ করে।
সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে জয় নিয়েই নতুন বছরটি শুরু করলো বাংলার টাইগাররা। প্রথমে টসে জিতে জিম্বাবুয়ে ব্যাট করতে নামে মাঠে। চার ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টাইগারদের ১৬৪ রানের লক্ষ্য দেয় জিম্বাবুয়ে। সফরকারী জিম্বাবুয়ে দলের পক্ষে সর্বোচ্চ ৭৯ রান এসেছিল মাসাকাদজার ব্যাট থেকে।
বাংলাদেশ দলকে দি ঢাকা টাইমস এর পক্ষ থেকে অভিনন্দন।