দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেক কাহিনী কেচ্ছা করেছেন কোনো এক সময় টিভি নায়িকা প্রভা। গোপন ভিডিওর কারণে অভিনয় জগৎ থেকে তাকে সরেও থাকতে হয়েছিল কিছুদিন। সেই প্রভা এবার বাইসাইকেলের পেছনে লেগেছেন।
সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, এবার প্রভা লেগেছেন সাইকেলের পেছনে। এর কারণ হলো এতোদিন নিজের গাড়ি নিজেই ড্রাইভ করতেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তবে তিনি বাইসাইকেল চালাতে পারতেন না। মাস কয়েক আগের ঘটনা। একটি নাটকে চরিত্রের প্রয়োজনে তাকে সাইকেল চালাতে হবে। কী আর করা! উত্তরার দিয়াবাড়িতে মাত্র দশ মিনিটেই ওইদিন সাইকেল চালানো শিখে ফেললেন প্রভা। শিখে ফেলার সে মুহূর্ত ভিডিও-বন্দি করাও হয়ে যায় তার। আবার সেটি ফেসবুকে পোস্টও করেছেন প্রভা। নিজেকে প্রভা আখ্যা দিচ্ছেন ‘ভেরি কুইক লার্নার’ হিসেবে!
প্রভা বলেন, ‘আমার বন্ধুরা তো বিশ্বাসই করতে চায়নি। তারা ধরে নিয়েছে যে, আমি ইন্টারনেট ঘেঁটে কীভাবে সাইকেল চালাতে হয়- সে সংক্রান্ত টিপস নিয়ে, তবেই নাকি নেমেছি!’ প্রভার ‘খুব কাছের এক বন্ধু’ নাকি খুশি হয়ে তাকে একটি সাইকেলই উপহার দিয়েছেন। আর সেই থেকে নাকি প্রভা সাইকেল-প্রেমী!