দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এখন থেকে নতুন ট্যাব খোলা যাবে ফেসবুক থেকেই। উন্নত ইন-অ্যাপ ব্রাউজার নিয়ে পরীক্ষা চালাচ্ছে বর্তমান সময়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক।
সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, এই ইন-অ্যাপের মাধ্যমে ফেসবুক অ্যাপ হতে না সরেই ব্যবহারকারীরা ইউআরএল দিয়ে নতুন কোনো পেইজ খুলতে পারবেন অনায়াসে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস নতুন এই সুবিধাটিকে ‘চমৎকার’ হিসেবে উল্লেখ করেছে। ফেসবুক অ্যাপের একদম নিচে নতুন একটি বার দেখানো হয়, যা হতে একটি পোস্ট কতোটা জনপ্রিয় তা বোঝা যায়। সেইসঙ্গে এতে রয়েছে ব্যাক, ফরোয়ার্ড আর মেনু বাটন, যেখানে রাখা রয়েছে বেশ কিছু ফিচার।
বাকি রইলো শুধু ট্যাব সাপোর্ট। একটি ভালো ব্রাউজারের মাধ্যমে ফেসবুক চাইলেই সম্পূর্ণ নিজের একটি ‘ইকোসিস্টেম’ বানিয়ে নিতে পারে অনায়াসে। শেষ পর্যন্ত এই সুবিধাটিও নিয়ে আসছে তারা।
ব্রাউজারটি এখন শুধু আইওএস গ্রাহকদের জন্য পাওয়া যাবে। তবে পরীক্ষা-নিরীক্ষার শেষ হলে কয়েক মাস পর এটি সকলের জন্য নিয়ে আসা হবে বলে জানানো হয়েছে।