দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এমন একটি গ্রাম রয়েছে যে গ্রামের পুরুষদের বয়স ৫০ হলেই তারা অন্ধ হয়ে যায়! তখন কেবল লাঠিই ভরসা। আর যাদের দৃষ্টি তখনও চলে যায়নি তাদের কাঁধই ওইসব অন্ধ মানুষদের ভরসা।
মানুষের একটা বয়সের পর চোখের সামনে নেমে আসে অন্ধকার। ক্রমশ চলে যেতে থাকে দৃষ্টিশক্তি এবং শেষ পর্যন্ত অন্ধত্ব। তখন তারজন্য লাঠিই ভরসা।
পেরুর ওই গ্রামটির নাম প্যারান। সেখানকার মানুষ ৫০ হতে ক্রমশ অন্ধ হয়ে যায়। এমনই এক ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে। বিশেষ করে ওই গ্রামের পুরুষরা বেশি অন্ধত্বের শিকার হচ্ছেন। এই রোগ নাকি জন্মগত। তবে কেও জানেন না কেনো এমন অবস্থা হচ্ছে।
এমনই একটি এটি যে চিকিৎসা পৌঁছায় না এই গ্রামে। সব রকম যোগাযোগ হতে বিচ্ছিন্ন অনেকটা একটা দ্বীপের মতো পেরুর এই পাহাড়ি গ্রামের জীবন যাত্রা ক্রমশ তলিয়ে যাচ্ছে অন্ধকারের দিকে। েআন্তর্জাতিক সংবাদ মাধ্যমে তাই উঠে এসেছে সেই পাহাড়ির গ্রামের মানুষের নানা কাহিনী। তবে কেনো ৫০ পেরোনোর পর পুরুষরা অন্ধ হয়ে যাচ্ছে সে বিষয়ে এলাকার কেওই কিছু বলতে পারেন নি। চিকিৎসকরা বলেছেন, ব্যাপক গবেষণা চালানো হলে বিষয়টি পরিষ্কার হবে।