The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

নুসরাত ফারিয়ার ‘হিরো ৪২০’ কোলকাতায় মুক্তি পাচ্ছে ১২ ফেব্রুয়ারি

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নুসরাত ফারিয়ার ‘হিরো ৪২০’ কোলকাতায় মুক্তি পাচ্ছে আগামী ১২ ফেব্রুয়ারি। এই ছবির দু’জন নায়িকা বাংলাদেশের নুসরাত ফারিয়া এবং কোলকাতার রিয়া সেন।

Hero 420

সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, ‘হিরো ৪২০’ ছবিটির প্রচারণার জন্য নুসরাত ফারিয়া বর্তমানে অবস্থান করছেন কোলকাতায়। গত মঙ্গলবার কোলকাতায় এই ছবির অডিও প্রকাশনা অনুষ্ঠানে অংশ নেন নুসরাত।

Hero 420-2

এদিকে ‘হিরো ৪২০’ ছবির ৫টি গান নিয়ে অডিও সিডির প্রকাশনা হয়েছে ইতিমধ্যেই। কোলকাতায় ছবির দু’জন পরিচালক বাংলাদেশের সৈকত নাসির এবং কোলকাতার সুজিত মণ্ডল, অভিনয়শিল্পী ওম, রিয়া সেনসহ ছবির সঙ্গে সংশ্লিষ্ট সব কলাকুশলীই উপস্থিত ছিলেন ওই অনুষ্ঠানে।

Hero 420-3

এদিকে ‘হিরো ৪২০’ ছবিটি নিয়ে কোলকাতাতেও বেশ সাড়া পড়ে গেছে। কারণ হলো নুসরাত ফারিয়াকে নিয়ে আগে থেকেই সরগরম ছিল টালিগঞ্জে। বিশেষ করে বোম্বের হিন্দি ছবিতে অভিনয়ের অফার পাওয়ার পর নুসরাত ফারিয়া টালিগঞ্জেও আলোচনায় চলে আসেন।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...