দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফেব্রুয়ারিজুড়ে সারাদেশে ‘কাটুস কুটুস’-এর বিশেষ প্রদর্শনী হবে। চলচ্চিত্র ‘কাটুস কুটুস’ সমসাময়িক প্রেম ও প্রেমের প্রতি সমাজের কর্তৃত্বশীল আচরণের দ্বন্দ্বের কাহিনীচিত্র।
একমাত্রা এন্টারপ্রেনার্স-এর চলচ্চিত্র ‘কাটুস কুটুস’ গত বছর মুক্তি পায়। ৫৩ মিনিটের এই চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন— মনোজ, পিয়া বিপাশা, শিবলু, ফারুক আহমেদসহ প্রমুখ। চিত্রগ্রহণ করেছেন- ঋজু দাস। সম্পাদনা করেছেন- সামির আহমেদ। এই চলচ্চিত্রটির আবহ সঙ্গীতের কাজ করেছেন- রাশিদ শরীফ শোয়েব।
একমাত্রা এন্টারপ্রেনার্স সূত্রে বলা হয়েছে, ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের দিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সিনেমাটির প্রদর্শনী হবে। ফেব্রুয়ারি ১ ও ৩ তারিখে যথাক্রমে নওগাঁ ও নাটোরসহ দেশের অন্যান্য স্থানে প্রদর্শিত হয়েছে সিনেমাটি। ফেব্রুয়ারির ৯ থেকে ১৩ তারিখে ময়মনসিংহে ‘কাটুস কুটুস’ সিনেমাটির বিশেষ প্রদর্শনী হবে বলে জানানো হয়েছে।