দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। আজ সোমবার, ৮ ফেব্রুয়ারি ২০১৬ খৃস্টাব্দ, ২৬ মাঘ ১৪২২ বঙ্গাব্দ, ২৮ রবিউস সানি ১৪৩৭ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
শীতের ফুল ও ফড়িং। এমন একটি দৃশ্য বড়ই দুর্ভেদ্য। খুবই চমৎকার এমন ফুল ও ফড়িংয়ের এই দৃশ্যটি।
বর্তমান সময়ে এমন দৃশ্য সত্যিই দুর্ভেদ্য। কারণ এখন এমন দৃশ্য সচরাচর চোখে পড়ে না। আমরা ছোটবেলায় অনেক ফড়িং ধরেছি। ফুল কিংবা গাছে বসতো ফড়িং আর আমরা তা ধরতাম। অনেক সময় ফড়িংয়ের লেজে সূতা বেঁধে আমরা খেলা করতাম। আসলে তখন আমরা বুঝতাম না যে এভাবে খেলা করলে এতো সুন্দর একটি জীব মারা যেতে পারে। এখন মনে হয় যে, এটি কি খেলার কোনো জিনিস! এখন আমরা জানি এরা আমাদের প্রকৃতির একটি অংশ। এদের টিকিয়ে রাখা আমাদের দায়িত্ব। আজকের সকালে এমন সুন্দর একটি ফড়িংয়ের ছবির জন্য এর আলোকচিত্রীকে ধন্যবাদ।
ছবি: www.kalerkantho.com এর সৌজন্যে।