The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

নাটক নিয়ে ব্যস্ত ‘মনপুরা’ খ্যাত জনপ্রিয় অভিনেত্রী মিলি

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নাটক নিয়ে ব্যস্ত ‘মনপুরা’ খ্যাত জনপ্রিয় অভিনেত্রী ফারহানা মিলি। ধারাবাহিক নাটক ছাড়াও ‘ভ্যালেন্টাইনস ডে’ উপলক্ষে কয়েকটি প্যাকেজ নাটকেও অভিনয় করেছেন মিলি।

actress mili

সম্প্রতি ফারহানা মিলি অভিনীত উল্লেখযোগ্য টিভি নাটকগুলোর মধ্যে রয়েছে:
নাঈম ইমতিয়াজ নিয়ামুলের ‘বাক্সবন্দী’
অরণ্য আনোয়ারের ‘দহন’
আলভী আহমেদের ‘শূন্য থেকে শুরু’
হানিফ পালোয়ানের ‘সংশয়।

actress mili-2

ফারহানা মিলি সংবাদ মাধ্যমকে জানান, তিনি কাজের ব্যাপারে একটু বেশি খুঁতখুঁতে। নাটক হোক কিংবা চলচ্চিত্র হোক, গল্প বা চরিত্র পছন্দ না হলে তিনি কাজ করতে আগ্রহ হারান। তবে তিনি উপযুক্ত চরিত্রের প্রতি বেশি গুরুত্ব দেন। ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করতে বেশি আগ্রহ রয়েছে ফারহানা মিলির। দর্শকরা পছন্দ করবেন- এমন চরিত্রেই অভিনয় করতে চান ‘মনপুরা’ খ্যাত জনপ্রিয় এই অভিনেত্রী ফারহানা মিলি।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...