দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যুব বিশ্বকাপ ভারতকেও কাঁপিয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আজ ফাইনালের শুরুর থেকে ভারতেকে দেখিয়ে দেয় তারাই সেরা। ভারতের শক্ত বোলিংয়ের পরও জয় ছিনিয়ে নিল ওয়েস্ট ইন্ডিজ।
ওয়েস্ট ইন্ডিজের ফাইনাল পর্যন্ত উঠে আসাটাই যেনো অনেকের কাছে বিস্ময়ের ছিল। আর প্রতিটা ধাপেই সেই বিস্ময়কে আর এক সুর উঁচুতে বেঁধেছেন ক্যারিবীয় যুবারা। জিম্বাবুয়ের কাছে হারতে হারতে ‘বিতর্কিত’ মানকাড আউটে নকআউট পর্বে ওঠে আসা ওয়েস্ট ইন্ডিজ আজকের ফাইনালেও দুর্দান্ত শুরু এক খেলা উপহার দেয়। বিশ্বকাপে সবচেয়ে শক্তিশালী ব্যাটিং লাইন আপটাকেই কাঁপিয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
প্রথমে ব্যাট করতে নেমে নাস্তানাবুদ হয় ভারত। প্রায় ৫ ওভার হাতে থাকলেও সব কটি ইউকেট হারিয়ে ভারত করে ১৪৫ রান। ১৪৬ রানের টার্গেটে নেমে ভারতের শক্তিধর বোলিংয়ের পরও শেষ পর্যন্ত ৩ বল হাতে থাকতেই ৫ ইউকেটে জয় ছিনিয়ে নেয় ক্যারিবীয়রা। ওয়েস্ট ইন্ডিজের যুবরা ছিনিয়ে নিলো এবারের যুব বিশ্বকাপের ট্রপি।