দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবার তৈরি করা হয়েছে মাছের জন্য হাসপাতাল! আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোলকাতায় মাছের জন্য এই হাসপাতাল নির্মাণ করা হয়েছে।
কিন্তু এই হাসপাতালটির সবচেয়ে মজার একটি বিষয় হলো, হাসপাতালটিতে বিছানার পরিবর্তে রয়েছে পুকুর ও অ্যাকুরিয়াম!
ভারতের ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অব এনিমেল অ্যান্ড ফিসারি সায়েন্সের অধ্যাপক টি জে আব্রাহাম বলেছেন, ‘এই হাসপাতালটিতে রয়েছে ২৫টি বৃত্তাকার পুকুর। প্রতিটি পুকুরে রয়েছে ৫০০ লিটার পানি এবং ৫০টি করে কাচের অ্যাকুরিয়াম। এখানে অসুস্থ মাছের চিকিৎসা করা হয়ে থাকে।’
গবেষকরা বলেছেন, দক্ষিণবঙ্গে মাছের অন্তত ৬০ ধরনের রোগ-বালাই ও নানা অস্বাভাবিকতা দেখা যাওয়ায় এই হাসপাতাল তৈরির উদ্যোগ নেওয়া হয়। এই হাসপাতালে সেসব মাছের চিকিৎসা করা হচ্ছে।
উল্লেখ্য, হাসপাতালটির কার্যক্রম শুরু হয়েছে ইতিমধ্যেই। এটি নির্মাণে ব্যয় হয়েছে ১.৭৫ কোটি রুপি।