দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। আজ শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি ২০১৬ খৃস্টাব্দ, ৭ ফাল্গুন ১৪২২ বঙ্গাব্দ, ১০ জমাদিউল আউয়াল ১৪৩৭ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
যে ছবিটি দেখছেন সেটি সৌদি আরবের মদিনার ঐতিহাসিক কিবলাতাঈন মসজিদ। নান্দনিক এই মসজিদটিতে রয়েছে ইতিহাসের ছাপ।
এই মসজিদটি প্রথম তৈরি হয় ৬২৩ খৃস্টাব্দে। এই মসজিদে একই নামাজ দুই কিবলামুখী হয়ে সম্পন্ন হয়েছিল। নামাজ পড়তে দাঁড়িয়ে ওহি পাওয়ার পর আল-আকসা হতে মুখ ঘুরিয়ে নামাজের মাঝখানে মক্কামুখী হয়ে পরবর্তী অংশ সম্পন্ন করা হয় বলে এ তথ্যে জানা যায়। সে জন্য এই মসজিদের নাম কিবলাতাঈন (দুই কিবলা মসজিদ) রাখা হয়েছে। মসজিদের ভেতরের মূল পুরোনো মসজিদের অংশ অক্ষত রেখে এর চারদিকে দালান করে মসজিদটিকে বাড়ানো হয়েছে।
দূর-দূরান্ত থেকে বহু পর্যটক আসেন ঐতিহাসিক এই মসজিদটি দেখতে। ইসলামের ইতিহাসে এই মসজিদের গুরুত্ব এক অপরিসীম। আপনিও কখন মদিনায় গেলে এই ঐতিহাসিক মসজিদটি দেখে আসতে পারেন।