দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বান্দরবানের দর্শনীয় স্থান ‘বুদ্ধ ধাতু জাদি’ যেটি মূলত স্বর্ণ মন্দির নামেই পরিচিত সেই স্বর্ণ মন্দির পর্যটকদের জন্য নিষিদ্ধ হচ্ছে।
বাংলাদেশে বান্দরবান জেলায় অবস্থিত অন্যতম একটি দর্শনীয় স্থান হলো ‘বুদ্ধ ধাতু জাদি’ যেটি মূলত স্বর্ণ মন্দির নামে অধিক পরিচিত। সেই মন্দিরে পর্যটকদের ভ্রমণের ওপর অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে কর্তৃপক্ষ। আগামী ২০ ফেব্রুয়ারি হতে নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানানো হয়েছে।
মন্দির কর্তৃপক্ষ বলেছে, পূজা কিংবা ধর্মীয় রীতিনীতি পালন করতে চাইলে কেবলমাত্র অনুমতি নিয়ে মন্দিরে প্রবেশ করা যাবে। কেনো এমন সিদ্ধান্ত নেওয়া হলো? মন্দির কর্তৃপক্ষ বলছে, দেশের বিভিন্ন স্থান হতে আসা পর্যটকরা নাকি বৌদ্ধ মন্দিরের পবিত্রতা নষ্ট করছে, বিভিন্নভাবে ভক্তদের হয়রানিও করছে।
ওই স্বর্ণ মন্দিরের প্রধান পুরোহিত উপ ঞ ঞা জোত মহাথেরের সেক্রেটারি বাচ মঙ বলেছেন, ‘পর্যটকরা মন্দিরের বিভিন্ন মূর্তি স্পর্শ করে, এমনকি পূজার আসনে বসে মন্দিরের পবিত্রতাও নষ্ট করছে।’
সেখানে মন্দিরের পূজার দ্রব্য ফেলে দেওয়ার মতো ঘটনাও নাকি ঘটিয়েছে। আবার অনেক পর্যটক জুতা নিয়ে মন্দিরে প্রবেশ করে। তাদের বাঁধা দিয়ে বাকবিতন্ডা তৈরি হয়, মন্দিরের কর্মকর্তারা হুমকি-ধামকির মুখে পড়েছেন- এসব বিষয়গুলো বলেন মি: মঙ।
এমন বিভিন্ন অনাকাঙ্খিত ঘটনার প্রেক্ষিতেই মন্দির কর্তৃপক্ষ পর্যটকদের জন্য স্বর্ণ মন্দির ভ্রমণে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে বলে জানিয়েছেন তিনি।