The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

বান্দরবনের নৈসর্গিক বগা লেক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। সোমবার, ২৫ এপ্রিল ২০১৬ খৃস্টাব্দ, ১২ বৈশাখ ১৪২৩ বঙ্গাব্দ, ১৭ রজব ১৪৩৭ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।

Bandarban Scenic Lake Boga

যে ছবিটি আপনারা দেখছেন সেটি বান্দরবানের বগাকাইন হ্রদ যাকে বলা হয়বগা লেক। বড়ই নৈসর্গিক এই লেকের দৃশ্য।

বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতার মিঠা পানির লেক এটি। এটি বান্দরবান শহর হতে প্রায় ৭০ কিলোমিটার দূরে কেওকারাডং পর্বতের গা ঘেষে রুমা উপজেলায় অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ হতে এর উচ্চতা প্রায় ৩,৫০০ ফুট। অ্যাডভেঞ্চারের জন্য এক অপূর্ব সুন্দর স্থান এটি। তাই প্রতিদিন বহু পর্যটক আসেন এই বগা লেকে। অপরূপ সৌন্দর্যপূর্ণ এই বগা লেক দেখতে হলে আপনি চলে আসুন বান্দরবানে। এমন সুন্দর একটি ছবির জন্য এর আলোকচিত্রীকে ধন্যবাদ।

ছবি: www.priyo.com এর সৌজন্যে।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...