দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অবশেষে ওয়ারিদ টেলিকম বাংলাদেশ (বর্তমান নাম এয়ারটেল) তাদের সম্পূর্ণ শেয়ার বিক্রি করে দিচ্ছে ভারতীয় এয়ারটেল লি: এর মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান ভারতী এয়ারটেল হোল্ডিংস (সিঙ্গাপুর) পিটিই লিমিটেডের নিকট।
অবশ্য এর আগে ২০১০ সালের জানুয়ারিতে ওয়ারিদ টেলিকম, বাংলাদেশ এর ৭০% মালিকানা অধিগ্রহণ করে ভারতী। তখন থেকে মোবাইল ফোন অপারেটর ওয়ারিদের নাম পরিবর্তন করে রাখা হয় এয়ারটেল।
ভারতী এয়ারটেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি ভারতী এয়ারটেলের সহযোগী প্রতিষ্ঠান ভারতী এয়ারটেল হোল্ডিংস (সিঙ্গাপুর) পিটিই. লিমিটেডের সঙ্গে ওয়ারিদ গ্রুপের একটি চুক্তি হয়েছে। এ চুত্তির আওতায় এয়ারটেল বাংলাদেশ লিমিটেডে ওয়ারিদের ৩০ শতাংশ মালিকানা কিনবে ভারতী। এর মাধ্যমে এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের শতভাগ মালিকানা পাবে ভারতী।
গত বৃহস্পতিবার উভয় প্রতিষ্ঠানের মধ্যে এ বিষয়ে একটি অধিগ্রহণ চুক্তি হয়েছে। তবে এই চুক্তি এবং আনুষঙ্গিক লেনদেন শুধু বাংলাদেশের নিয়ন্ত্রক সংস্থা এবং আইনানুগ অনুমতি সাপেক্ষে বলবত হবে বলে জানানো হয়েছে।
প্রসঙ্গত, টেলিযোগাযোগ প্রতিষ্ঠান ভারতী এয়ারটেল এর এশিয়া ও আফ্রিকা জুড়ে ২০টি দেশে কার্যক্রম রয়েছে। প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় ভারতের নয়া দিল্লিতে প্রতিষ্ঠিত এবং গ্রাহক সংখ্যার ভিত্তিতে সমগ্র বিশ্বের টেলিযোগাযোগ প্রতিষ্ঠানগুলোর প্রথম চারটির মধ্যে এর অবস্থান। ভারতে এর সেবা সমূহের মধ্যে টুজি, থ্রিজি এবং ফোরজি সেবার পাশাপাশি রয়েছে মোবাইল বাণিজ্য সেবা, ফিল্ড লাইন, ডিএসএল ব্রডব্যান্ড, আইপিটিভি, ডিটিএইচ প্রভৃতি।
বিশ্বের অন্যান্য অঞ্চলে এয়ারটেল শুধু টুজি, থ্রিজি এবং মোবাইল বাণিজ্য সেবা প্রদান করে থাকে। মার্চ ২০১৩ অনুযায়ী বিশ্বব্যাপী ভারতী এয়ারটেলের মোট গ্রাহক সংখ্যা ২৭১ মিলিয়ন।
সূত্রঃ বিডি নিউজ২৪