দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এশিয়া কাপ টি-২০ ম্যাচে বাংলাদেশের শ্রীলংকাকে ২৩ রানে পরাজিত করেছে। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দর্শকদের জন্য ছিল আজকের দিনটি সেরা একটি দিন।
এশিয়া কাপ টি-২০ ম্যাচে বাংলাদেশের শ্রীলংকাকে ২৩ রানে পরাজিত করেছে। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দর্শকদের জন্য ছিল আজকের দিনটি সেরা একটি দিন।
বাংলাদেশের দেওয়া ১৪৮ রানের টার্গেটে খেলতে নেমে শ্রীলংকা প্রথম দিকে বেশ ভালই খেলছিল। কিন্তু ১১ ওভারের পর থেকে পড়তে থাকে একের পর এক ইউকেট। শেষ পর্যন্ত ৮ ইউকেট খুইয়ে শ্রীলংকার সংগ্রহ দাঁড়ায় ১২৪। ২৩ রানে পরাজিত হয় শ্রীলংকা।
বাংলাদেশ দলকে দি ঢাকা টাইমস এর পক্ষ থেকে শুভেচ্ছা।