দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চলচ্চিত্রের নোবেল খ্যাত অস্কার পুরস্কার আজ ঘোষিত হয়েছে। এবারের অস্কারে দ্য রেভেনেন্ট ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন লিওনার্দো ডি ক্যাপ্রিও। রুম ছবিতে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ব্রি লারসন।
৮৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড (অস্কার) বিজয়ীদের নাম ঘোষণা করা হলো। এবারই প্রথম অস্কারের ছোঁয়া পেলেন হলিউডের জনপ্রিয় অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও।
এক নজরে এবারের অস্কার বিজয়ীদের নাম:
সেরা ছবি : স্পটলাইট
সেরা পরিচালক : আলেহান্দ্রো গঞ্জালেজ ইনারিতু [দ্য রেভেন্যান্ট]
সেরা অভিনেতা : লিওনার্দো ডিক্যাপ্রিও [দ্য রেভেন্যান্ট]
সেরা অভিনেত্রী : ব্রি ল্যারসন [রুম]
সেরা সহ-অভিনেতা : মার্ক রেল্যান্স [ব্রিজ অব স্পাইস]
সেরা সহ-অভিনেত্রী : অ্যালিসিয়া ভিকান্দার [দ্য ড্যানিশ গার্ল]
সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম : ইনসাইড আউট
সেরা সিনেমাটোগ্রাফি : দ্য রেভেন্যান্ট
সেরা কস্টিউম ডিজাইন : ম্যাড ম্যাক্স: [ফিউরি রোড]
সেরা ডকুমেন্টারি (ফিচার) : অ্যামি
সেরা বিদেশি ভাষার ছবি : সন অব সউল
সেরা চিত্রনাট্য (অনূদিত) দ্য বিগ শর্ট : চার্লস র্যান্ডলফ, অ্যাডাম ম্যাকাই
সেরা চিত্রনাট্য (মৌলিক) স্পটলাইট : জশ সিংগার, টম ম্যাকার্থি
সম্পাদনা/এডিটিং মার্গারেট সিক্সেল : ম্যাড ম্যাক্স [ফিউরি রোড]
সেরা প্রোডাকশন ডিজাইন : লিসা থম্পসন, কলিন গিবসন [ম্যাড ম্যাক্স : ফিউরি রোড]
সেরা গান (মৌলিক) : জিমি নেপস [রাইটিং অন দ্য ওয়াল], স্যাম স্মিথ [স্পেক্টর]
সেরা আবহসংগীত (মৌলিক) : ইনিও মোরিকোন [দ্য হেইটফুল এইট]
সেরা সাউন্ড মিক্সিং : গ্রেগ রুডলফ, মার্ক জেনকিন্স, বেন অসমো [ম্যাড ম্যাক্স : ফিউরি রোড]
সেরা শব্দ সম্পাদনা/সাউন্ড এডিটিং : মার্ক মানজিনি, ডেভিড হোয়াইট [ম্যাড ম্যাক্স : ফিউরি রোড]