দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পহেলা বৈশাখে মুক্তি পাচ্ছে ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার ছবি ‘শঙ্খচিল’। ছবিটির মূল চরিত্রে অভিনয় করেছেন ওপারের প্রসেনজিত চট্টোপাধ্যায় ও এপারের কুসুম শিকদার।
ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘শঙ্খচিল’। ছবিটির মূল চরিত্রে অভিনয় করেছেন কোলকাতার প্রসেনজিত চট্টোপাধ্যায় এবং বাংলাদেশের কুসুম শিকদার। তাদের মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন- নবাগত অভিনেত্রী অনুম রহমান খান। ‘শঙ্খচিল’ ছবিটি আগামী পহেলা বৈশাখ দুই বাংলার প্রায় অর্ধশত প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাবে বলে জানানো হয়েছে।
‘শঙ্খচিল’ চলচ্চিত্রটি নির্মাণ করেছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত প্রখ্যাত পরিচালক গৌতম ঘোষ। ‘শঙ্খচিল’ গৌতম ঘোষের ১৪তম কাহিনীচিত্র।
চলচ্চিত্রটির বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকায় আরও অভিনয় করেছেন দুই বাংলার শিল্পীরা। অভিনয় করেছেন- মামুনুর রশীদ, প্রবীর মিত্র, রোজী সিদ্দিকী, শাকিল আহমেদ, রিয়াজ মাহমুদ জুয়েল, শাহেদ আলী, দীপঙ্কর দে, অরিন্দম শীল প্রমুখ।