দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। আজ বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০১৬ খৃস্টাব্দ, ১০ চৈত্র ১৪২২ বঙ্গাব্দ, ১৪ জমাদিউস সানি ১৪৩৭ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
যে ছবিটি আপনারা দেখছেন সেটি খয়রাপাখ মাছরাঙা। এটি সচরাচর চোখে পড়ে না। এটি বাংলাদেশের স্থানীয় পাখি।
খয়রাপাখ মাছরাঙা, বাদামি মাছরাঙা কিংবা কমলা মাছরাঙা। এর বৈজ্ঞানিক নাম:Pelargopsis amauroptera, ইংরেজি নাম: Pale-capped Pigeon, এরা এক প্রজাতির লাল ঠোঁট ও বাদামি ডানা বিশিষ্ট মাছশিকারি পাখি।
এই প্রজাতিটি অ্যালসেডিনিডি গোত্র বা পরিবারের অন্তর্গত পেলার্গোপসিসগণের একপ্রজাতির বৃহদাকায় মাছরাঙা বলা হয়ে থাকে। খয়রাপাখ মাছরাঙার বৈজ্ঞানিক নামের অর্থ কালোডানা সিন্ধুসারস গ্রিক: pelagros.
পৃথিবীতে এই পাখির মোট সংখ্যা সম্বন্ধে তেমন কোনো তথ্য নেই। তবে সংখ্যায় এই পাখিটি বিরল। আই. ইউ. সি. এন. এই প্রজাতিটিকে প্রায়-বিপদগ্রস্ত বলে ঘোষণা করা হয়েছে। বাংলাদেশে এই পাখিটি প্রায়-বিপদগ্রস্ত বলে গণ্য করা হয়।
ছবি ও তথ্য: www.environmentmove.com এর সৌজন্যে।