The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

বাপ্পী’র নতুন ছবি ‘প্রেমের বাঁধন’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ের ব্যস্ততম নায়ক বাপ্পী’র নতুন ছবি ‘প্রেমের বাঁধন’। গাজী জাহাঙ্গীরের পরিচালনায় ছবিটির শুটিং শুরু হবে আগামী জুনে।

Bappira new film Love stopping

তবে ‘প্রেমের বাঁধন’ ছবিতে বাপ্পির বিপরীতে কে অভিনয় করবেন তা এখনও চূড়ান্ত না হলেও বাপ্পির বিপরীতে পরীমনিকে দেখা যেতে পারে বলে জানানো হয়েছে।

‘প্রেমের বাঁধন’ ছবি সম্পর্কে বাপ্পি বলেছেন, অসাধারাণ একটি গল্পে নির্মিত হতে যাচ্ছে ‘প্রেমের বাঁধন’ ছবিটি। গল্পটা একবার শুনেই প্রেমে পড়ে গিয়েছি। সবাই দোওয়া করবেন যেনো ভালো কিছু করতে পারি।

Bappira new film Love stopping-2

উল্লেখ্য, ২০১২ সালে শাহীন-সুমনের পরিচালনায় ‘ভালবাসার রঙ’ ছবিতে অভিষেক ঘটে বাপ্পি চৌধুরীর। এরপর অসংখ্য ছবিতে অভিনয় করতে দেখা গেছে তাকে। বাপ্পির সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি হলো ‘সুইটহার্ট’।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...