The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

১ লা বৈশাখের রাতে মমর নাটক ‘প্রেম তুমি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ১ লা বৈশাখে দেখা যাবে সব খ্যাতিমান নাট্যকারদের নাটক। এবার রয়েছে ১ লা বৈশাকের রাতে মমর নতুন একটি নাটক ‘প্রেম তুমি’।

momo  Love you

মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ‘প্রেম তুমি’ নাটকটিতে মমর বিপরিতে অভিনয় করছেন অপুর্ব। অপুর্ব-মম ছাড়াও এই নাটকটিতে আরও রয়েছেন আদনান ফারুক হিল্লোল।

নাটকটির কাহিনীতে দেখা যাবে- তারুণ্যে মমর প্রেমে পড়েছিলেন অপুর্ব। একটা সময় প্রেমটা বেশ জমেও উঠে। তবে হঠাৎ এক ঝড়ে ভেঙে যায় এই দু’জনের স্বপ্নের ঘর। বিয়ে হয় আরেক জনের সঙ্গে। প্রেমিকাকে হারিয়ে বিরহে কাতর হয়ে পড়ে অপুর্ব। এর অনেক বছর পর মমর সঙ্গে আবার দেখা হয় তার। তখন দু’জনেই বদলে গেছেন বহুত। মমর পরনে সাদা শাড়ি দেখে অবাক হন অপুর্ব। এমন একটি প্রেমের গল্পেই নির্মিত হয়েছে একক নাটক ‘প্রেম তুমি’।

momo  Love you-2

মিজানুর রহমান আরিয়ান জানালেন, ‘নাটকে চমক হিসেবে থাকছে তাহসানের গানও। ‘যাচ্ছো হারিয়ে’ শিরোনামে আবহ সঙ্গীতটি লিখেছেন আদর। সঙ্গীতায়োজনে রয়েছেন সাজিদ সরকার।’

জানা গেছে, এই ‘প্রেম তুমি’ নাটকটি ১ লা বৈশাখ রাতে এনটিভিতে প্রচারিত হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...