দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে জবাই করে হত্যা করা হয়েছে। আজ শনিবার সকালে ওই শিক্ষকের লাশ উদ্ধার করা হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে জবাই করে হত্যা করা হয়েছে। আজ শনিবার সকালে ওই শিক্ষকের লাশ উদ্ধার করা হয়েছে।
ইংরেজী বিভাগের অধ্যাপক ড. রেজাউল করিম সিদ্দিক জবাই করা হত্যা করা হয়। রাজশাহীর শালবাগান থেকে ওই শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। তবে তদন্তর পর বিষয়টি পরিষ্কার হবে বলে জানিয়েছে পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিস্তারিত কিছুই জানা যায়নি।